হবিগঞ্জে ৪ দিন ব্যাপি শুরু হয়েছে জগদ্বাতী পূজা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 November 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৪ দিন ব্যাপি শুরু হয়েছে জগদ্বাতী পূজা

অনলাইন এডিটর
November 23, 2020 7:25 pm
Link Copied!

ছবি: হবিগঞ্জে ৪ দিন ব্যাপি শুরু হয়েছে জগদ্বাতী পূজা

 

মোঃ খায়রুল ইসলাম সাব্বির || বারো মাসে তেরো পার্বণ – এই প্রবাদটি বাংলার জন সমাজে প্রচল এই পার্বণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কার্তিক মাসে (অথবা ইংরেজি নভেম্বর মাসে) অনুষ্ঠিত দেবী জগদ্ধাত্রী পূজা।

জনাযায়, জগদ্ধাত্রী পূজা বাঙালি হিন্দু সমাজের একটি বিশিষ্ট ধর্মীয় অনুষ্ঠান বাঙালি হিন্দুদের ধর্মীয় রাজসিক দেবী দুর্গা ও তামসিক দেবী কালির পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর।

সাধারণত হবিগঞ্জ জেলার চৌধুরী বাজার কামড়াপুর এলাকা সহ হবিগঞ্জ জেলার বেশ কয়েকটি গ্রামে এই পূজা আয়োজিত হয়।

হবিগঞ্জ জেলার , সাধারণত ৪১ বছর ধরে এই পূজা উদযাপন করে আসছে অষ্টগ্রামে এই প্রথম হবিগঞ্জ কামড়াপুর এলাকায় ২ ধরে নবারুণ সংঘের উদ্যোগে এই পূজা উদযাপন করা হচ্ছে।

জগদ্বাতী পূজা উপলক্ষ্যে কামড়াপুর এলাকার নবারুণ সংঘ মণ্ডপে দেখা গেছে প্রচুর ভক্ত সমাগম সারদা দেবীর পৈতৃক গৃহে এই পূজার আয়োজন করা হয় এবং দেবীর জননী শ্যামাসুন্দরী দেবী তাঁর বাসভবন এই পূজার শুভারম্ভ করেছিলেন।

এ বিষয়ে কথা হয় নবারুণ সংঘের সভাপতি জগদীশ কুড়ি সাথে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান হবিগঞ্জ শহরে দুটি স্থানে এই পূজা উদযাপন করা হয়, আজ থেকে আনুষ্ঠানিক ভাবে এই পূজা শুরু হয়েছে এবং বাকি তিন দিন চলবে।