হবিগঞ্জে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

অনলাইন এডিটর
December 12, 2020 8:16 pm
Link Copied!

ছবি: হবিগঞ্জে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে বিশেষ সেমিনার

 

খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ ডিজিটাল দিবস
উপলক্ষে বিশেষ সেমিনার। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে ইসরাত। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলার সকল দপ্তর প্রধান। সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল।

অনুষ্ঠান শেষে ৪র্থ ডিজিটাল দিবস উপলক্ষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।