প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আমারা উন্নয়ন করে যাব। উন্নয়নের সুফল ধরে রাখতে জনগণকে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, উন্নত রাস্তায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সড়ক দূর্ঘটনা এড়াতে চালকদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন। দীর্ঘ ভ্রমণে চালকদের বিশ্রামের বিষয়টি মালিকপক্ষের মাথায় রাখা বাঞ্ছনীয়।
একযোগে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে বুধবার সকাল ১১টায় জেলার চুনারুঘাট-সাটিয়াজুড়ী-নতুনবাজার ১২.৭৮কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮ফুট প্রসস্থ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে সভাকক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, জেলা সড়ক বিভাগের প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, শায়েস্তাগঞ্জের প্রকৌশলী শেখ রায়হান আকবর সহ আরো অনেকে।
প্রসঙ্গত, ৩০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকৃত ওই সড়কটির কাজ ২০১৮সালের শেষের দিকে শুরু হয়েছিল। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ২০২১ সালের আগস্ট মাসে সড়কের সম্পূর্ণ কাজ শেষ হয়।