হবিগঞ্জে ২ মাদক কারবারি গ্রেপ্তার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 27 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ২ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন এডিটর
December 27, 2020 1:26 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৯টার দিকে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন, বানিয়াচং উপজেলার কালিকাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সেলিম মিয়া (৪০) ও জাতুকর্ণপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে তোফাজ্জল হোসেন (২৫)।

ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এসআই মো. আব্দুস ছত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।