এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগষ্ট) ১২.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি এর সভাপতিত্বে এই ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, হবিগঞ্জ জেলা বাসীর উন্নত চিকিৎসা লাভের একমাত্র চিকিৎসা কেন্দ্র হচ্ছে হবিগঞ্জের ২৫০ শয্যা হাসপাতাল। কিন্ত যথাযত ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত ভুক্তভোগী হতে এই হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের। তনুমধ্যে দালালের উৎপাত, চিকিৎসকের সংকট ও চিকিৎসকদের যথাযথভাবে দায়িত্ব পালনে অবহেলা ইত্যাদি।
চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ইতিমধ্যেই হাসপাতাল ব্যবস্থাপনার তধারকি শুরু করলে এবং নতুন বিভিন্ন দপ্তরিক লোকবল নিয়োগের ব্যবস্থা করায় কিছুটা আশার আলো দেখবে বলে মনে করেন হবিগঞ্জ জেলা সাধারণ জনগণ।
এই নিয়ে বিভিন্ন দাযিত্ব প্রাপ্তদের সাথে দীর্ঘ আলোচনা করেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। তিনি আশ্বস্ত করেন অবশ্যই চিকিৎসা ব্যবস্থায় আগের চেয়েও উন্নতি হবে। এ সময়ে তিনি সকলে সহযোগিতা ও সকলকে যথাসময়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, হাসপাতালের আরএমও সহ প্রশাসন ও হাসপাতালের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য সভায় সকলে প্রথমে জাতির ক্ষণজন্মা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।