হবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 January 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব

Link Copied!

হবিগঞ্জে ২৫০ শয্যা আধুনিক হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যুগ্ম মহাসচিব জাকিয়া পারভীন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যুগ্ম মহাসচিব জাকিয়া পারভীনসহ অতিথিবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক।

এসময় সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ বদিউজ্জামান ডাঃ রওশন আক্তার জাহান আলো,ডিপিএম জাতীয় পুষ্টি সেবা ডাঃ আসিফ ইকবাল, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ নন্দলাল সূত্রধর, ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ প্রমুখ।

এর পূর্বে বিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যুগ্ম মহাসচিব জাকিয়া পারভীনসহ একটি টিম।

এসময় তিনি স্বাস্থ্যসেবা সুনিশ্চিত ও সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে সকলের প্রতি আহবান করেন। এসময় এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারী গণ।