হবিগঞ্জে চাঞ্চল্যকর হত্যার ঘটনাস্হল পরিদর্শন করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
জানা যায়, গত রোববার(৯ জানুয়ারি) হবিগঞ্জ সদর থানাধীন আশেরা ফান্দ্রাইলের বাসিন্দা আবজল চৌধুরী দুর্বৃত্ত কর্তৃক নিহত হন।
উক্ত ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি সোমবার (১০জানুয়ারী) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি এলাকার লোকজন ও নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে আসামীদের গ্রেফতারের আশ্বাস দেন।