হবিগঞ্জে স্কুল স্বাস্থ্য শিক্ষাবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিয়ে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মীর সাজিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হকও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
কর্মশালায় জেলা প্রশাসক ইউনিয়ন পর্যায়ে সকল স্কুলে কিশোর-কিশোরীদের বিশেষ করে ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার বিষয়ে জোর দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।