হবিগঞ্জে সিপিবি'র সমাবেশ : সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সিপিবি’র সমাবেশ : সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি

Link Copied!

fghtfh

ছবি : হবিগঞ্জে সিপিবির মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার :   দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে “মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস” পালন করেছে সিপিবি। শনিবার (১২ডিসেম্বর) বিকালে শহরের বাইপাস রোডের আনোয়ারপুর পয়েন্টে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এ কর্মসূচী পালন করে দলটি।

কর্মসূচীতে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের গ্রেফতারের দাবী জানানো হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা এডভোকেট মখলিছুর রহমান, মহিবুন্নুর চৌধুরী ইমরান, মোহাম্মদ আলী, এডভোকেট রনধীর দাস, জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন “জীবন সংকেত” এর সাধারণ সম্পাদক নাট্যকর্মী ইয়াসিন খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি আজমান আহমেদ, জেলা উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য জয়দীপ দাশ, সিপিবি নেতা আহাদ মিয়া প্রমূখ।