হবিগঞ্জে সাহিত্য পুরস্কার প্রদান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 December 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সাহিত্য পুরস্কার প্রদান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার :  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছফিনা-নূর ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শব্দকথা প্রকাশন এর আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাবে আবৃত্তি, চিত্রাংকন ও সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।
(১৭ ডিসেম্বর) শুক্রবার বিকাল- ৩ ঘটিকায় আখতারুজ্জামান তরপদার জামানের সঞ্চালনায় শব্দকথা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের ১ম পর্বের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

ছবি : হবিগঞ্জে সাহিত্য পুরস্কার প্রদান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

২য় পর্বে পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি, শিশু সংগঠক বাদল রায়।
শব্দকথা টোয়েন্টিফোর ডটকমের পক্ষে থেকে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সম্পাদক আখতার উজ্জামান সুমন। ছফিনা-নূর ফাউন্ডেশনের পক্ষে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মুক্তাদির চৌধুরী ও সজল দাস।
প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, “বহির্বিশ্বে সাহিত্য-সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়। বহির্বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে গেলে আমাদেরকেও সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে। শিশুদেরকে সৃজনশীল কর্মকাণ্ডের সাথে আরো বেশি সম্পৃক্ত করে রাখার জন্য সবাইকে আহবান জানান তিনি।
হবিগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সেলিম শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং বলেন, “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের শিশুদেরকে মননশীল চিন্তাচেতনায় সমৃদ্ধ করতে হবে।