ঢাকাSunday , 11 August 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ছাত্র আন্দোলনকারীদের মানববন্ধন

এম এ রাজা
August 11, 2024 9:46 am
Link Copied!

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মানববন্ধন করেছে। শনিবার (১০ আগস্ট) বিকাল ৫ টার দিকে নিমতলা শহীদ মিনার প্রাঙ্গনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের শ্লোগান সম্বলিত পোষ্টার হাতে নিয়ে অংশগ্রহণ করে।

এসময় তারা বলেন, রক্ত দিয়ে আমরা এদেশ স্বাধীন করেছি। আমাদের বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে কোন জাতিগত বৈষম্য নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তারা একটি অশুভ শক্তি। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময়

উপস্থিত ছিলেন ছাত্রী আন্দোলনকারী মধ্যে রাসেল আহমেদ, সামির সাকির, রাশিদা ইসলাম, আরিফ তালুকদার, শফিকুল ইসলাম মামুন, রায়হান চৌধুরী, জুনায়েদ আলী, বদরুল ইসলাম শাহ নুর, সাথী আক্তার প্রমুখ।