হবিগঞ্জে সর্বত্র ভুয়া ডাক্তারের ছড়াছড়ি : ১০ মাসের ব্যবধানে মুন জেনারেল হাসপাতালে ২ ভূয়া ডাক্তারকে দন্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 September 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সর্বত্র ভুয়া ডাক্তারের ছড়াছড়ি : ১০ মাসের ব্যবধানে মুন জেনারেল হাসপাতালে ২ ভূয়া ডাক্তারকে দন্ড

Link Copied!

তারেক হাবিব :  ভুয়া ডাক্তারে ছেয়ে গেছে হবিগঞ্জের সর্বত্র। ভূয়া ও হাতুড়ে ডাক্তারের ভূতুড়ে চিকিৎসায় বিপাকে পড়েছেন শ্রমজীবি কেটে খাওয়া সাধারণ মানুষ। এই সব ভুয়া ডাক্তারদের অপচিকিৎসায় মানুষ ভোগান্তির শিকার হলেও স্বাস্থ্য ও প্রশাসন বিভাগ কোন পদক্ষেপ নিচ্ছেন না।

দৈনিক আমার হবিগঞ্জ’এর গত ১ বছরের অনুসন্ধানে উঠে আসে হবিগঞ্জের চিকিৎসার ভয়ঙ্কর তথ্য। জানা যায়, হবিগঞ্জ শহরসহ জেলার কয়েকটি উপজেলায় ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠা প্রাইভেট ক্লিনিক-হাসপাতালের বেশীরভাগ গুলোতেই নিয়মিত চিকিৎসা দিচ্ছেন অসংখ্যা নামধারী ভূয়া ডাক্তার। এদের মধ্যে কেউ উচ্চ ফি আদায় করে রোগী দেখছেন প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই। আবার কেউ রোগী দেখছেন অন্যের
সার্টিফিকেট দিয়ে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আবার কখনো যোগ্যতা থাকলেও অনভিজ্ঞতার ফলে ঘটছে প্রাণহানীর মত ঘটনাও। প্রশাসন বা ভ্রাম্যমান আদালতে এদের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান হলেও পরে আবার এলাকা বদল করে আবার শুরু করেন প্রতারণা। গত ৪ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে একটি অভিযানে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মুন জেনারেল হাসপাতাল থেকে মাসুদ করীম নামে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়।

 

তার কাগজপত্র যাচাই- বাছাই করা হলে সবই ভুয়া প্রমাণিত হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে চিকিৎসক নন বলেও স্বীকার করেন মাসুদ করীম। পরে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

৮ নভেম্বর রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিনের অভিযানে নবীগঞ্জ শহরের হাসপাতাল এলাকায় ‘মেডিক্যাল সার্ভিস’ ও রসুলগঞ্জ বাজারে ‘পার্বতী ফার্মেসি’র দুই ভূয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৪ নভেম্বর শহরের নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

গত ২৭ এপ্রিল নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের অভিযানে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করে মোস্তাফিজুর রহমান নামে এক ভূয়া ডাক্তারকে ১ মাসের বিনাশ্রম জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্ব শেষ গত রবিবার র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মুন জেনারেল হাসপাতাল থেকে তাসনিম সুলতানা নামে এক ভূয়া গাইনী ডাক্তারকে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।

 

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী কয়েকজন রোগী জানান, প্রয়োজনীয় যোগ্যতা না থাকলেও এ ধরনের চিকিৎসকরা হবিগঞ্জের আনাচে কানাচে চিকিৎসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

কাজ করতে করতে চিকিৎসা শাস্ত্রের উপর ভাল অভিজ্ঞতা অর্জন করে চিকিৎসা এবং নামের আগে ভুয়া ডিগ্রি লাগিয়ে রোগীদের দৃষ্টি আকর্ষণ করে সকল প্রকার রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছে।

 

হবিগঞ্জ সদর হাসপাতালের আরওএমও জানান, স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর উপর মনিটরিং ব্যবস্থা জোরালো করতে হবে। কেহ যদি নামের আগে ভুয়া ডিগ্রি লাগিয়ে রোগীদের দৃষ্টি আকর্ষণ করে ভুল চিকিৎসা প্রদান করে তবে তাকে আইনের আওতায় এনে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহন করা হবে।

 

হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, ভূয়া চিকিৎসা ব্যবস্থার বিষয়ে ক্লিনিক গুলোতে নিয়মিত চিঠি দেয়া হয়ে থাকে। তা ছাড়া কোন ক্লিনিকে ভূয়া ডাক্তারের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।