হবিগঞ্জে সরকারি নিষেধ অমান্য করে কিস্তি আদায় করছে এনজিওগুলো - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 March 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সরকারি নিষেধ অমান্য করে কিস্তি আদায় করছে এনজিওগুলো

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি :  করোনার জন্য সকল প্রতিষ্ঠান বন্ধ হলেও এখনো চলছে এনজিও গুলোর কিস্তি আদায় ৷ তেমনি করে হবিগঞ্জের উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। গ্রামের খেটে খাওয়া মানুষদের কাছ থেকে কিস্তি আদায়ে ব্যস্ত রয়েছে তারা। মঙ্গলবার(২৪মার্চ) হবিগঞ্জের পইল গ্রামের নাজিরপুর এলাকায় গিয়ে দেখা গেছে উন্নয়ন সংস্থার এক সদস্য মাটিতে বসে কিস্তি আদায় করছেন।
সারাবিশ্বে করোনা ভাইরাস নিয়ে যে ভয়াবহতার স্বীকার হচ্ছে তার পরিপেক্ষিতে বাংলাদেশেও করো জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা।।
কিন্তু বেশ কিছু এনজিও কর্মীরা মুখে সামান্য মাস্ক নিয়ে হাতে হেন্ড গ্লাভস না পড়ে কিস্তি আদায় করছে।
ইতিমধ্যে সকল এনজিও কিস্তি মওকুফ করা এবং ঋণ খেলাপি যেন না হয় সেই দিকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেই বিষয়টি অনেকেই মানছেন না।

হবিগঞ্জের পইল এলাকায় এনজিও উন্নয়ন সংস্থার এক সদস্য মাটিতে বসে কিস্তি আদায় করছেন

হবিগঞ্জ উন্নয়ন সংস্থা,আশা,গ্রামীন ব্যাংক সহ অনেক ঋণ দানকারী প্রতিষ্ঠান পাড়া মহল্লায় গিয়ে ঋণ কিস্তি সংগ্রহ করচ্ছে।এই নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করচ্ছে । স্থানীয় লোকেরা জানান, আমরা নিম্ন আয়ের মানুষ দিনে এনে দিন খাই চলি।
আমাদের কাজ বন্ধ তাহলে কি করে আমরা ঋণ কিস্তি পরিশোধ করবো এছাড়াও বলেন করোনা ভাইরাসের সংক্রমণ তো কিস্তি নেওয়া মাঠ অফিসারেরও থাকতে পারে।এছাড়াও টাকার মাধ্যমে ছড়াতে পারে এই করোনা ভাইরাসটি। তাই জনমনে এক আতঙ্ক বিরাজ করচ্ছে।।
এই ব্যাপারে ঋণ গ্রহীতা মাঠ অফিসারের কাছে জানতে চাইলে উনি বলেন আমাদের ঐরকম কোন নির্দেশনা দেয়া হয়নি।
তবে ইতিমধ্যেই আমাদের কার্যক্রম বন্ধ হবে বলে ওই সদস্য আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন।