হবিগঞ্জে সদ্য এমপিওভুক্ত চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ব্যাপক ‘দুর্নীতির অভিযোগ’! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সদ্য এমপিওভুক্ত চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ব্যাপক ‘দুর্নীতির অভিযোগ’!

Link Copied!

বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের সদ্য এমপিওভুক্ত চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাসাটির ইআইআইএন নং ১২৯৪৩৯। এসব অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে চুনোপুঁটি-রাঘব বোয়াল এমনকি পরিচালনা পর্ষদও এই সিন্ডিকেটে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।
জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী হবিগঞ্জের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্যে চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসাটিও আছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে হবিগঞ্জের নতুন এমপিওভুক্ত মাদ্রাসাটির অধ্যক্ষ ও সুপারের নেতৃত্বে একটি শক্তিশালী নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে উঠেছে। শিক্ষক কর্মচারী নিয়োগের সর্বশেষ নীতিমালায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে না থাকায় ওই সিন্ডিকেট ভুয়া কাগজপত্র, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ভুয়া ইন্টারভিউ বোর্ড দেখিয়ে ২০০৫ সালের নীতিমালায় নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সদরের চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার নিয়োগ দেখানো হয়েছে ২০০৪ সালে। এমপিওভুক্তির জন্য সাবমিট করা ফাইলে ১৭ অক্টোবর ২০০৪ সালের ইনকিলাব পত্রিকার একটি নিয়োগ বিজ্ঞপ্তির কপি দেয়া হয়। ইনকিলাব পত্রিকা অফিস থেকে ওই তারিখের পত্রিকা সংগ্রহ করে চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষক কর্মচারীদের ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত কর্মরত দেখানো হয়েছে তাদেরকে এলাকাবাসী চিনবে দূরের কথা ছাত্রছাত্রীরাই কোনোদিন দেখেনি। অথচ তারা নাকি গত ১৬ বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। এমনকি উক্ত মাদ্রাসার সুপারের স্ত্রী কেও শিক্ষিকা পদে নিয়োগ দেখানো হয়েছে ১৫ বছর আগে থেকেই, যিনি নাকি এলাকায়ই থাকেন না। শুধু তাই নয়, চাঁনপুর মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষককে দেয়া হয়েছে নৈশ প্রহরী পদে ও প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষককে দেখানো হয়েছে পিয়ন পদে এবং টাকার বিনিময়ে বহিরাগত অনিবন্ধিত লোকদেরকে শিক্ষক পদে নিয়োগ দেখানো হয়েছে। যারা বিনাবেতনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষকতা করে আসছেন তাদের নিয়োগ দেয়া হয়নি, কারণ তারা সিন্ডিকেটের নির্ধারিত টাকা দিতে পারেননি। এ নিয়ে ক্ষোভে ফুসে উঠেছে চাঁনপুরসহ ১৪ গ্রামবাসী। এই নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিশাল সমাবেশ হতেও দেখা গেছে।

এলাকাবাসী জানান, এই নিয়োগ বাণিজ্যে পরিচালনা পরিষদের অনেকেই জড়িত। এ ব্যাপারে সুপার মনির হোসেনের সাথে আলাপকালে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এসব লোক প্রিন্সিপাল ফারুক মিয়া ঢুকাইছেন, আমি মুসাফির মানুষ এর বেশি আমি কিছু জানি না।

হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ ফারুক মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব ভাল বলতে পারবেন। উক্ত বিষয়ে সভাপতি আব্দুর রহিম সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি এই নিয়োগ বাণিজ্যের বিষয়টি অবগত হয়েছি এবং সমঝোতার জন্য কাজ করে যাচ্ছি। সভাপতির কাছে জানতে চাওয়া হয় এতদিন আপনি এই বিষয়ে কোন পদক্ষেপ নিলেন না কেন? এলাকবাসীর মতে তাহলে উক্ত বাণিজ্যে আপনি জড়িত আছেন। তিনি জানান, আসলে আমি মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে এতো অভিজ্ঞ নই, তাই ২০০৪ সালের রেজুলেশন অনুযায়ী পরিচালনা করে আসছি, কিন্তু আমি নিয়োগ বাণিজ্যে জড়িত নই আর যারা নিয়োগ নিয়ে বাণিজ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং এলাকাবাসীকে নিয়ে একজন জনপ্রতিনিধির মাধ্যমে আমরা বিষয়টি সমঝোতার চেষ্টা করছি।

অপরদিকে প্রতিষ্ঠাকালীন সময়ের কয়েকজন শিক্ষক ও এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারি যে সভাপতি আব্দুর রহিম সাহেবও নিয়োগ বাণিজ্যের টাকা-পয়সা লেনদেনের সাথে জড়িত ছিলেন। লুকড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আবু তাহেরর সাথে যোগাযোগ করলে তিনি জানান এই নিয়োগ বাণিজ্যের সাথে স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে চুনোপুঁটি-রাঘব বোয়াল এমনকি পরিচালনা পরিষদের অনেকেই জড়িত রয়েছেন এবং সভাপতি আব্দুর রহিমও এখন পর্যন্ত নিরব ভুমিকা পালন করছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বেশ কয়েকজন প্রতিষ্ঠাকালীন শিক্ষক মহা-পরিচালক বরাবর অভিযোগ দাখিল করেছেন।