হবিগঞ্জে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে জীবাণু নাশক স্প্রে ও সুরক্ষা উপকরণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 April 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে জীবাণু নাশক স্প্রে ও সুরক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে জীবানুনাশক স্প্রে করা শুরু হয়েছে। হবিগঞ্জ শহরের ১৫টি এলাকায় হবিগঞ্জ জেলার করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির ৪টি স্বেচ্ছাসেবী টিম একযোগে জীবানু নাশক স্প্রে কার্যক্রম শুরু করে। রোববার (১২এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম করে তারা।
সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী ও সিনিয়র সদস্য এডভোকেট সৈয়দ সামায়ুন বখত এর নেতৃত্বে এবং অপু চৌধুরী, মোঃ হাবিবুর রহমান সবুজ, মাধব সরকার, অপু আহমেদ রওশন, শফিকুল ইসলাম, আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, মিনহাদ আহমেদ চৌধুরী, মোঃ শাহজালাল মিয়া, আলতাফ উদ্দিন এর সমন্বয়ে ৪টি টিম গঠন করা হয়।

ছবি : শহরের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ছিটাচ্ছেন নাগরিক কমিটির সদস্যরা

স্বেচ্ছাসেবী টিমগুলো ইতিমধ্যে শহরের সিনেমা হল রোড, তিনকোনা পুকুর পাড়, পৌরসভা বাজার, চিল্ড্রেন পার্ক, টাউন হল রোড, উমেদনগর কিবরিয়া ব্রীজ সংলগ্ন আশপাশ এলাকা, মাছুলিয়া, পূর্ব মাহমুদাবাদ, শায়েস্তানগর ইত্যাদি এলাকায় জীবানুনাশক স্প্রে করার পাশাপাশি জনসচেতনতামূলক কাজেও অংশ নেন। কিছু এলাকায় মাস্ক, হ্যান্ডগ্লাভস সুরক্ষা সরঞ্জাম জনগনের মাঝে বিতরন করা হয়।

ছবি : নাগরিক কমিটির সদস্যরা জীবানুনাশক স্প্রে ছিটানোর জন্য তৈরী হচ্ছেন

এ বিষয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী জানান, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করেছি । সচেতনতা বৃদ্ধি, জীবাণু নাশক স্প্রে ও মানবিক সহায়তা প্রদান মূলক কার্যক্রম পরিচালনার জন্য আমরা নিজেদের উদ্যোগে তহবিল গঠন করার চেষ্টা করছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
পাশাপাশি, হবিগঞ্জের আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদেরকে বাড়ির পাশে থাকা অসহায় ব্যক্তিটির প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন তিনি। প্রয়োজনে সচেতন নাগরিক কমিটির সাথে যোগাযোগ করারও আহ্বান জানান।