হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 June 2020

হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক।। হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ী চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (বিপিএম, পিপিএম) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- মালেক মিয়া, আশিক মিয়া ও সেলিম মিয়া। উদ্ধারকৃত প্রাইভেটকার ২টি গাজীপুর জেলা থেকে চুরি করে নিয়ে এসেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ঊল্লা বলেন-১৬ জুন চুনারুঘাটে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে ভিত্তিতে সংবাদ পান ৪/৫ গাড়ী চোর চক্রের সদস্য তাদের নিধারিত ক্রেতার কাছে চোরাই গাড়ী বিক্রির জন্য রাজার বাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান করছে।এই সংবাদ পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আটককৃত কাছ থেকে ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চুনারুঘাটের গাজীপুরের রফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আনু মিয়া সহায়তায় ৩টি প্রাইভেটকার ১টি পিকাভ ভ্যান, মোটর সাইকেলসহ ৫০টি গাড়ী বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে।

Attachments area

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়