হবিগঞ্জে সংকটাপন্ন শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 12 June 2020

হবিগঞ্জে সংকটাপন্ন শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান

Link Copied!

এফ এম খন্দকার মায়া।। হবিগঞ্জে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৪০ জন সংকটাপন্ন শিল্পীর হাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি হতে প্রাপ্ত ২০,০০০/- টাকার খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করা হয়।
১২জুন শুক্রবার শিল্পকলা একাডেমিতে এই সহযোগিতা প্রদান করা হয়।

শিল্পীদের মাঝে খাদ্যদ্রব্য ও সুরক্ষাসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কমিশনার প্রতীক মণ্ডল (এনডিসি) মহোদয়।

এই সময়ে প্রত্যেককে ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি চিনি, ১কেজি লবণ, ১কেজি ময়দা, ১০০গ্রাম হলুদগুড়া, ১০০গ্রাম মরিচগুড়া, ১০০গ্রাম জিরাগুড়া) ও সুরক্ষাসামগ্রী (প্রত্যেককে ২টি ডেটল সাবান, ৪টি কাপড়ের মাস্ক) তুলে দেয়া হয়।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়