হবিগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 30 August 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ কর্মফলের আশা ত্যাগ করে ভাল কাজ করে যাওয়ার যে নির্দেশনা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্‌গীতার মাধ্যমে দিয়ে গেছেন, তা অনুসরণ করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সেই সাথে নৈতিক শিক্ষায় সমৃদ্ধ জাতি গঠনের জন্য সনাতন ধর্মাবলম্বী নতুন প্রজন্মকে অবশ্যই শ্রীমদ্ভগবদ্‌গীতা চর্চা করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শ্রীগীতার চিরন্তন বাণী ছড়িয়ে দিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সারাদেশে গীতা শিক্ষাকেন্দ্র চালু করেছে। এতে নতুন প্রজন্ম ভগবান শ্রীকৃষ্ণের অমিয় বাণী হৃদয়ে ধারণ করে মানব কল্যাণে কাজ করতে উৎসাহিত হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা ও প্রার্থনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 

 

 

 

ছবি : বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী

 

 

 

 

 

 

 

সোমবার (৩০আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি প্রমথ সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দয়াময় হলধর দাস ব্রহ্মচারী, ডা. অসিত রঞ্জন দাশ, হীরেন্দ্র দত্ত, শংকর পাল, অ্যাডভোকেট মুরলী ধর দাশ, অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ, স্বপন লাল বণিক, অশোক রায় মঙ্গল, অ্যাডভোকেট তুষার মোদক, ধনেশ চন্দ্র বর্মন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শংকর অধিকারী।

সভা শেষে চলমান কোভিড মহামারী থেকে মুক্তি ও বিশ্বের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পরেশ চন্দ্র দাস। সভায় কোভিড মহামারী থেকে সুরক্ষায় সকলকে নিয়ম মেনে মাস্ক পরিধান ও টিকা গ্রহণের আহবান জানানো হয়।