হবিগঞ্জে শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট অঞ্চলের শিক্ষা শিবির অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 July 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট অঞ্চলের শিক্ষা শিবির অনুষ্ঠিত

Link Copied!

শ্রমিক আন্দোলনের সঠিক দৃষ্টিভঙ্গি ও শ্রমআইন, শ্রমনীতি, শ্রম অধিকার বিষয় নিয়ে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট আঞ্চলিক (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার) শিক্ষা শিবির হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সুরবিতান মিলনায়তনে শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহবায়ক মুখলেছুর রহমানের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলার আবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড আকম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড উজ্জল রায়।

এছাড়া আলোচনায় অংশগ্রহন করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশিদ সুয়েব, শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সদস্য সচিব প্রসেনজিৎ রুদ্র, কৃষক নেতা জাফর আলী, ফারুক মিয়া, শ্রমিক ফেডারেশন নেতা ধনু মিয়া, চা শ্রমিক নেতা ময়না রবিদাস, উজ্জলা পাইনকা, জিতু সেন, আরব আলী,পঙ্কজ দাস, গনি মিয়া, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, অজিত রায় প্রমূখ।

প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় শ্রমিক নেতা কমরেড আকম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের শ্রমিক আন্দোলন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে না উঠায় পুজিবাদী শাসকদের চক্রান্তে বিভ্রান্ত হয়ে শত্রু-মিত্র বুঝতে ব্যর্থ হয়।

শোষকদের কাছেই তারা শ্রমদাস হিসাবে বন্দি থাকে। শ্রম দাসত্ব থেকে মুক্তির জন্য শ্রমআইন, শ্রমনীতি ও শ্রম অধিকারের ভিত্তিতে সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে শ্রমিক শোষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।