হবিগঞ্জে শুদ্ধাচার পুরষ্কার প্রদান অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 27 June 2021

হবিগঞ্জে শুদ্ধাচার পুরষ্কার প্রদান অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার( ২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমেদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ জেবুন নাহার শাম্মী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

 

ছবি : শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তদের সাথে জেলা প্রশাসক ইশরাত জাহান

 

 

 

শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হতে মোট তিন ক্ষেত্রে তিন জন কর্মকর্তা/কর্মচারীকে পুরস্কৃত করা হয়। ২০২০-২১ অর্থবছরে জেলা কার্যালয়ে গ্রেড ৪ হতে গ্রেড ১০ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া কে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। উপজেলা কার্যালয়সমূহের প্রধানদের মধ্য থেকে উক্ত পুরস্কার প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম কে। । জেলা কার্যালয়ের গ্রেড ১১-২০ কর্মচারীবৃন্দের মধ্যে উক্ত পুরস্কার প্রদান করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ কুদ্দুস আলীকে।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়