‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই ‘ এই স্লোগান নিয়ে হবিগঞ্জে শিশু – কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রায় ২ শ পঞ্চাশ জন শিশু – কিশোর অংশগ্রহণ করে ।
শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আরডি হল মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, সংগঠনের নর্থইস্ট রিজিয়ন ইউকে এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন সাঁকো, চিত্রশিল্পী মোজাম্মেল হক বাবুল, মীর কমর উদ্দিন এমরান ও আশীষ আচার্য।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, নাট্যকার সিদ্দিকী হারুন, সংগঠনের হবিগঞ্জ শাখার সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন রাসেল, ওয়ার্ল্ড ভিউ কম্পিউটারস এর অধ্যক্ষ মোফাজ্জল হোসেন জুয়েল, নৃত্যশিল্পী গৌতম দাস সুমন, সংস্কৃতকর্মী সঞ্জয় দাস প্রমুখ।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র এবং উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার দেওয়া হবে।