হবিগঞ্জে শিক্ষক নিয়োগ বাণিজ্য এমপিও আটকে থাকায় ঘুষের টাকা ফেরত চেয়ে দালাল ফারুকের কাছে ভুক্তভোগীদের দৌড়ঝাঁপ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 6 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শিক্ষক নিয়োগ বাণিজ্য এমপিও আটকে থাকায় ঘুষের টাকা ফেরত চেয়ে দালাল ফারুকের কাছে ভুক্তভোগীদের দৌড়ঝাঁপ

অনলাইন এডিটর
December 6, 2020 11:53 am
Link Copied!

ছবি: নিয়োগ বাণিজ্যের দালাল প্রিন্সিপাল ফারুক মিয়া

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নতুন এমপিওভূক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ঘিরে হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক মিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে উঠে।

জানা যায়, হবিগঞ্জের নতুন এমপিওভূক্ত হওয়া চুনারুঘাটের হাজী জোবায়দা সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হবিগঞ্জ সদরের শরীফাবাদ দাখিল মাদ্রাসা, চান্দপুর দাখিল মাদ্রাসা, দারুল হুদা দাখিল মাদ্রাসা ও নূরে মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটির সাথে চুক্তি করে উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে শিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব নেন হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক মিয়া।

তিনি লাখ লাখ টাকার বিনিময়ে প্রতিষ্ঠাকালীন শিক্ষক কর্মচারীদের বাদ দিয়ে অভিজ্ঞতাহীন ও অনিবন্ধিত লোকদেরকে শিক্ষক কর্মচারী পদে ভুয়া রেজুলেশন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ভুয়া ইন্টারভিউ বোর্ড দেখিয়ে ১৫ বছর আগে ২০০৪-২০০৫ সালে নিয়োগ দেখিয়ে এমপিওভূক্তির জন্য উপজেলা শিক্ষা অফিসে বেশকিছু শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তির আবেদন সাবমিট করেন।

সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া নিয়োগের এসব ফাইল অনুমোদন দিয়ে সিলেট ডিডি অফিসে প্রেরণ করেন। সিলেট ডিডি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আঁতাত করে প্রিন্সিপাল ফারুক মিয়া কোনো কোনো ভুয়া ফাইল এমপিভূক্ত করিয়েও নিয়েছেন। ভুয়া ফাইলের মধ্যে দারুল হুদা মাদ্রাসার ৬২ বছর বয়সের লোককেও এমপিওভূক্তি করার প্রমাণ পাওয়া গেছে। প্রিন্সিপাল ফারুক মিয়ার নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বেশ কয়েকটি সংবাদ প্রকাশ হওয়ায় সিলেট ডিডি অফিসে বেশ কয়েকজনের ফাইল আটকে যায়। ফাইল আটকে যাওয়ার পর টাকা ফেরত চেয়ে প্রিন্সিপাল ফারুক মিয়াকে ভুক্তভোগীরা চাপ দিলে আগামী মাসের এমপিওতে এমপিওভূক্তি হবে বলে গত চার মাস ধরে তাদের সাথে নানা রকম টালবাহানা করে আসছেন। ইতোমধ্যে তিনি সিলেট ডিডি অফিসে মোটা অংকের টাকার বিনিময়ে প্রতি মাসে এক দুজন করে ফাইল ছাড়িয়ে নিচ্ছেন।

চুনারুঘাটের হাজী জোবায়দা সুন্নিয়া দাখিল মাদ্রাসার রেজুলেশন থেকে শুরু করে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত সবকিছুই জালিয়াতি করে ফারুক মিয়ার হাতের তৈরি হলেও ওই ভুয়া ফাইল থেকে এ পর্যন্ত ৮ জন শিক্ষক কর্মচারী ফারুক মিয়ার তদবিরে চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার শামসুল হকের আশীর্বাদে এমপিওভূক্ত হয়ে গেছেন। এভাবে প্রতিটি ভুয়া ফাইল ছাড়ানোর জন্য ফারুক মিয়া উপজেলা শিক্ষা অফিস থেকে সিলেটের ডিডি অফিস পর্যন্ত দৌড়ঝাঁপ করছেন।

ভুক্তভোগী কয়েকজনের সাথে এ প্রতিনিধির কথা হলে তারা জানান, ফারুক মিয়া প্রতি মাসেই ‘আগামী মাসে হয়ে যাবে’ এ কথা বলে আমাদের সাথে সময়ক্ষেপণ করছেন। আগামী মাসে যদি আমাদের এমপিও ছাড় না হয় তাহলে আমাদের টাকা ফেরত দিতে তাকে বাধ্য করা হবে।