হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হেফাজতের ডাকা হরতাল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 28 March 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হেফাজতের ডাকা হরতাল

Link Copied!

সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ  :  হেফাজতে ইসলামের ডাকা হরতাল হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হযেছে । হরতালে কোথায়ও কোন অপ্রীতিকর ঘঠনা ঘটেনি।
রবিবার (২৮মার্চ) সকাল ৭টা থেকে হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে শহরের ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী পিকেটিং করেন। এসময় জরুরী রোগী বহনকারী গাড়ী ছাড়া অন্য কোন ধরণের যানবাহন চলাচল করে নাই। তবে আইনশৃংখলা রক্ষায় পুলিশ বেশ সর্তক অবস্থানে ছিল।

ছবি : হবিগঞ্জে হেফাজত কর্মীদের শান্তিপুর্ণ অবস্থান

পিকেটিং এর একপর্যায়ে পথ সভায় মাওলানা আবু সালেহ সাদীর সভাপতিত্বে  বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সতাপতি মাওলানা সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ সামছুল হুদা। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা লোকমান আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরি, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

ছবি : কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই হবিগঞ্জে শেষ হয়েছে হেফাজতের হরতাল

এ সময় তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। আমরা দেশের শান্তি চাই। সারা দেশে আমাদের নেতাকর্মীদের উপর পুলিশের বর্বরোচিত হামলা করা হয়েছে। যে সকল নেতাকর্মীরা নিহত হয়েছেন তাদের ক্ষতিপুরন  এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।  এরই সাথে যাদের দ্বারা কোরআনে হাফেজ ও মাওলানারা আক্রান্ত হয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দারী হেফাজতের নেতাকর্মীরা।