ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শহিদ আরজু মনির জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মিণী,আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মাতা শহিদ আরজু মনি সেরনিয়াবাত এর ৭৭ তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মার্চ) শহরের রাজনগরস্থ এতিম খানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন,শহিদ আরজু মনি সেরনিয়াবাত ছিলেন একজন মহীয়সি নারী। তিনি সব সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিকে পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা যোগাতেন।

১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সাথে তিনিও ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে তাহার রুহের মাগফিরাত কামনা করছি।

মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শহিদ আরজু মনি সেরনিয়াবাতসহ দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় যুবলীগের নেতাকর্মরীরা ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে এতিমখানার সকল শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন মোতাচ্ছিরুল ইসলাম।

Developed By The IT-Zone