যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মিণী,আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মাতা শহিদ আরজু মনি সেরনিয়াবাত এর ৭৭ তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মার্চ) শহরের রাজনগরস্থ এতিম খানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন,শহিদ আরজু মনি সেরনিয়াবাত ছিলেন একজন মহীয়সি নারী। তিনি সব সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিকে পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা যোগাতেন।
১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সাথে তিনিও ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে তাহার রুহের মাগফিরাত কামনা করছি।
মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শহিদ আরজু মনি সেরনিয়াবাতসহ দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় যুবলীগের নেতাকর্মরীরা ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে এতিমখানার সকল শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন মোতাচ্ছিরুল ইসলাম।