‘সকল শিশুর জন্য সিসিমপুর’- প্রতিপাদ্য নিয়ে শতাধিক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে আলোচনা ও
প্রকল্প পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিকের পূর্বে শিশুদের পাঠদানের জন্য ১, ২, ৩-সিসিমপুর ইউএসএআইডি’স প্রমোটিং এডুকেশন ফর আর্লি লার্নারস প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরের প্রায় শতাধিক বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছে। এতে শিশুরা আনন্দের ভেতর দিয়ে পড়াশোনা করতে পারছে।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) দিনব্যাপী হবিগঞ্জের পৌর টাউন হল মিলনায়তনে এনিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পটি সম্পর্কে বিশদ পরিচিতি তুলে ধরা হয়।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. লুৎফুর রহমান মহালদার, ইউএসআইডি’র শিক্ষা উপদেষ্টা সুদেপ কুমার বিশ্বাস ও এডুকেশন টিম মেম্বার ফারহান আবরার।
বক্তারা পুরাতন পদ্ধতির বদলে আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষাদানের জন্য ১, ২, ৩-সিসিমপুর কে খুবই যুগোপযোগী হিসেবে আখ্যা দেন। এতে করে শিশুরা নিজের তাগিদেই স্কুলে আসবে এবং নিজেদের মননশীলতা বিকাশের সুযোগ পাবে। সিসিমপুরের মত মীনা কার্টুনও আনন্দের মাধ্যমে শিক্ষাদান করে পিছিয়ে পড়া সমাজে ইতিবাচক প্রভাব রেখেছে।
আলোচনা পর্বের পর অতিথিরা সিসিমপুর লাইব্রেরি ও শিক্ষাদান পদ্ধতির ঘুরে দেখেছেন। এসময় সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের এডুকেশন এডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান কালাম, সিনিয়র ম্যানেজার আউটরিচ খলিলুর রহমান, প্রকল্পটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জিল্লুর রহমান, চুনারুঘাট উপজেলা এডুকেশন কো-অর্ডিনেটর মাহমুদুল আলম চৌধুরী, মাধবপুরের কো-অর্ডিনেটর বিদ্যুৎ তালুকদার উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষকগণ প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এই পদ্ধতির মাধ্যমে আমরা শিশু শিক্ষার্থীদের আরো কাছে যেতে পারছি। যে কারণে তারা আমাদের কথাও মন দিয়ে শোনে। প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে আরডিআরএস, অর্থায়নে রয়েছে ইউএসএআইডি ও কারিগরি সহযোগিতায় রয়েছে সিসেমি ওয়ার্কশপ।