স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শান্তিসা এলাকায় প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩০) নামে ওমান ফেরত নেশাগ্রস্থ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজিউড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামের শাহ মোঃ তাহের মিয়ার পুত্র।
জানা যায়, গত রবিবার বিকেলে প্রলোভন দিয়ে ওই গ্রামের এক নীরিহ অসহায় প্রতিবন্ধী কিশোরীকে নির্জন স্থানে তুলে নিয়ে আটকে রেখে পালাক্রামে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পারলে ধর্ষক সুমন পালিয়ে যায়। বিষয়টি দিনভর রফা-দফা করার চেষ্টা করার পর তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়।
এ ব্যাপারে ওই যুবতির বড় ভাই বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে এসআই পার্র্থসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ধর্ষনের অভিযোগে প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে। যথাযথ আইনে মামলা দায়ের করা হয়েছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।