হবিগঞ্জের সদর ও চুনারুঘাটে পৃথক দুইটি অভিযানে হত্যা ও নাশকতা মামলার ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত ৩ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে চুনারুঘাট থানার মামলা নং ০৮, তারিখ-২২ আগস্ট ২০২৪ইং ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড) এর মূলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ আব্দুল হককে (৪০) গ্রেফতার করে র্যাব।
সে চুনারুঘাট উপজেলার আলীম উল্লাহর ছেলে।
এছাড়াও দিনের অপর একটি অভিযানে রাত প্রায় ১০ টার দিকে সদর থানাধীন এলাকা থেকে হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মামলায় (হবিগঞ্জ মডেল থানার মামলা নং ১২, তারিখ-২১ আগস্ট ২০২৪ইং ধারা ১৪৩/১৪৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড) এর মূলে কাশেম মিয়াকে (২৭) গ্রেফতার করে র্যাব। সে বানিয়াচংয়ের মৃতঃ লাল মিয়ার ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে উপরিউক্ত মামলাদ্বয়ের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।