হবিগঞ্জে অর্পিত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের নামে প্রবাসীর বাড়ির রাস্তা ভেঙ্গে ফেলার অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 September 2021

হবিগঞ্জে অর্পিত সম্পত্তিতে স্থাপনা নির্মাণের নামে প্রবাসীর বাড়ির রাস্তা ভেঙ্গে ফেলার অভিযোগ

Link Copied!

আতাউর রহমান ইমরান :

হবিগঞ্জ শহরের যশের আব্দায় অর্পিত সম্পত্তিতে স্থাপনা নির্মানের নাম করে প্রবাসী পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী পরিবারের পক্ষে হোসেন আহমেদ হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

 

 

 

ছবি : রাস্তা ভেঙ্গে ফেলায় বিপাকে বসবাসকারীরা

 

 

 

 

 

 

সরেজমিনে গিয়ে জানা যায়, যশের আব্দা গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ ও তাঁর পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি ৮১০৩, ৮১০৪ ও ৮০৬১ নং আরএস দাগের জমির উপর দিয়ে খোয়াই নদীর বাঁধের রাস্তার সাথে সংযুক্ত।

 

উক্ত দাগ গুলিতে বর্ণিত জমি অর্পিত সম্পত্তি হওয়ায় এসব জমি আইনানুযায়ী জেলা প্রশাসকের হেফাজতে রয়েছে।

 

 

 

 

 

ছবি: বাসার সামনের রাস্তা ভেঙ্গে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসার লোকজন গৃহবন্দি

 

 

 

 

 

 

এ অবস্থায় বিকল্প রাস্তা না থাকায় হোসেন আহমেদ এর পরিবার দীর্ঘদিন ধরেই এ জমির উপর দিয়ে রাস্তা হিসেবে চলাফেরা করে আসছিলেন।

 

কিছুদিন পূর্বে হঠা ই যশের আব্দা গ্রামের কিছু লোক ওই স্থানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত একটি মাদ্রাসা ভবন করার সিদ্ধান্ত নেন।

 

এরই প্রেক্ষিতে ড্রেইন নির্মানের নাম করে গত ২৬ সেপ্টেম্বর হুসেন আহমেদের বাডি়র সদর দরজার সামনের অংশ এর পাকা রাস্তাটি
এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। যাতায়াতের আর কোন বিকল্প রাস্তা না থাকায় এরপর থেকে এখনো পর্যন্ত এ পরিবারটি গৃহবন্দি হিসেবে অসহায় অবস্থায় রয়েছেন।

 

এ বিষয়ে ভুক্তভোগী হোসেন আহমেদ জানান,
তার এসএসসি পরীক্ষার্থী ও বিকেজিসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া দুই কন্যা এবং হবিগঞ্জ সরকারি স্কুল পড়ুয়া ভাতিজা স্কুলে যাতায়াত করতে পারছেন না।

 

তিনি আরো জানান, তার বাইপাস সার্জারি করা
৭০ বছর বয়সী বৃদ্ধা মাতা কে তিনি হাসপাতালে নিয়ে গিয়ে নিয়মিত চিকি সা করাতে পারছেন না। এ অবস্থায় তিনি পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর দিন যাপন করছেন।

 

যশের আব্দা গ্রামের বাসিন্দা সোবহান শাহ ভান্ডারী জানান, হোসেন আহমেদ এর পরিবার অনেকদিন ধরেই এ জায়গা দিয়ে যাতায়াত করে আসছেন পাশাপাশি তিনি নিজেও এখানে একটি খানকাশরিফ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এখন এখানে মাদ্রাসা নির্মান শুরু করায় হোসেন
আহমেদ এর রাস্তা এবং তার নিজের প্রতিষ্ঠিত খানকা শরিফ ভেঙ্গে দেয়া হচ্ছে।

 

এলাকার অনেকেই জানান এ জমির উপর দিয়েই হোসেন আহমেদ ও তার পরিবার দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছিলেন।

 

এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার ২ নং ওর্য়াডের কমিশনার জাহির উদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, জনসাধারণের পানি নিষ্কাশনের জন্য এ স্থানে একটি ড্রেন নির্মান করা হচ্ছে। এখানে হোসেন
আহমেদ এর পরিবারের জমি নেই।

 

এ ব্যাপারে যশের আব্বা গ্রামের বাসিন্দা হবিগঞ্জ জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আফিল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ জমিটি গ্রামবাসীর।

 

ভুলবশত এটি অর্পিত সম্পত্তির তালিকা ভুক্ত হয়। ভুল সংশোধনের জন্য মামলা চলছে। হোসেন আহমেদ এর পরিবারকে তাদের বাডি়র সম্মুখস্থ ড্রেইনের স্লাবের উপর দিয়ে চলাচলের জন্য বলা হয়েছে। ড্রেইনের স্লাবের উপর দিয়ে স্থায়ীভাবে চলাচল করার সুযোগ নেই তাহলে কিভাবে এ পরিবারটি পরর্বতী সময়ে চলাচল করবে এ প্রতিনিধির পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে এর উত্তরে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

 

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানার সাথে
মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়