হবিগঞ্জে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সম্মেলন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 February 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সম্মেলন

Link Copied!

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) হবিগঞ্জ বাইপাস সড়কের আনোয়ারপুর পয়েন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক ইকরামুল ওয়াদুদ ও শ্রমিকনেতা পীযূষ চক্রবর্তী।

কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, হবিগঞ্জ জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা আশরাফুল আলম সবুজ, আবুল কাশেম রুবেল, হুমায়ুন খান, মুসলেছুর রহমান, মুজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ইমদাদ মোহাম্মদ প্রমুখ।

সম্মেলনে পীযুষ চক্রবর্তীকে সভাপতি, ধনু মিয়াকে কার্যকরী সভাপতি ও আবুল হাসেমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।