“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএআইডি ও এসএমসির সহযোগিতায় ও সরকারের সাথে যৌথ উদ্যোগে বানিয়াচং উপজেলায় সীমান্তিক নতুন দিন প্রজেক্ট যক্ষা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে র্যালিও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টায় বানিয়াচং হাসপাতালের সামন থেকে একটি র্যালী বের হয়ে হাসপাতাল চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ড এফপিও ডাঃ শামীমা আক্তার, সীমান্তিক নতুন দিন প্রজেক্ট এর উপজেলা সুপারভাইজার কাজি ওয়াহিদা, সিএম শাহেনা আক্তার প্রমুখ।
একই দিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, লাখাই, বাহুবল,চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় যক্ষা দিবস উদযাপন করা হয়েছে। এতে উপরোক্ত উপজেলার সীমান্তিক নতুন দিন এর সকল পর্যায়ের কর্মকর্তাগণ, সরকারি হাসপাতালের প্রতিনিধিগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।