এম.এ.রাজা : হবিগঞ্জের শায়েস্তা নগর এলাকায় রবিবার (১৯’শে জুলাই) রাত ৯.৩০ মিনিটের সময় বেঙ্গল ফুডকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয়ের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইনে বিভিন্ন মোটর সাইকেল আরোহীদের কে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোট ৫টি মামলায় ৯৫০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আজিজ এবং হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য।