হবিগঞ্জে মোটরসাইকেল চুরির চক্রের সদস্য আটক ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 February 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মোটরসাইকেল চুরির চক্রের সদস্য আটক ২

অনলাইন এডিটর
February 24, 2021 6:31 pm
Link Copied!


ছবি: মোটরসাইকেল চুরির চক্রের সদস্য আটক করা হয়।

খায়রুল ইসলাম সাব্বির: হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশদের নেতৃত্বে মোটরসাইকেল চোরা চক্রের দুই সদস্য গ্রেফতার।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন স্থানের অভিযান চালিয়ে এই দুই মোটরসাইকেল চোরকে আটক করা হয়।

জানা যায়, মোটরসাইকেল চুরির বিষয়টি নিয়ে তাদের উপরে মামলা দায়ের করা হলে এরই ধারাবাহিকতা গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মোটরসাইকেল চুর দুইজনকে আটক করা হলে তাদের হাত থেকে কোন প্রকার মোটরসাইকেল উদ্ধার করতে পারনি সদর থানা পুলিশ।

আটককৃত চোর দুইজন হলো শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা মৃত রহমত আলীর পুত্র কাজল মিয়া ( ২০) এবং আরেক জন বানিয়াচং উপজেলার বাসিন্দা কিরণ চন্দ্র দাশের পুত্র সাগর চন্দ্র দাশ (২৩) কে আটক করা হয়।

তাদের আটক করে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কোর্টের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।