ঢাকাসোমবার , ৭ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

এম এ রাজা
মার্চ ৭, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম হোসাইন মিয়া (১৩) সে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের নূর আলম মিয়ার ছেলে।

সোমবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় দরিয়াপুর এলাকার গ্রামের রাস্তায় হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওই শিশুটিকে ধাক্কায় দেয়। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে ।

তাৎক্ষনিক আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মাসুক আলী।

Developed By The IT-Zone