মোফাজ্জল ইসলাম সজীব : হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ৩১২ জন শিক্ষার্থীদের বৃত্তি ও মাস্ক দেওয়া হয়েছে। সোমবার (৬ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ১৪ লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো ইলিয়াছ বখত চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মো নূরুল আমিন ওসমান, আব্দুল্লাহ সর্দার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ফজলুর রহমান, হবিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা, অভিভাবক স্বপন লাল বণিক, শিক্ষার্থী ফারজানা তালুকদার ও শাকিল হাসান।