হবিগঞ্জ সদর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০’টি করে বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ উপজেলায়ও বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১’টায় উপজেলা অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: মোতাচ্ছিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল।
উপজেলা চেয়ারম্যান মো” মোতাচ্ছিরুল ইসলাম বলেন, গাছের চারা রোপন করার পর এর পরিচর্যা না করলে সকল পরিশ্রম বিফলে যাবে। তিনি চারাগাছগুলো রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন।
উপজেলা কৃষি অফিসার বলেন, বৃক্ষরোপন কার্যক্রম আজ উদ্বোধন হলো। বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপন কার্যক্রম অব্যাহত থাকবে ।