হবিগঞ্জে মুখে মাস্ক না পড়ার কারণে ৩৯ জনকে জরিমানা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 2 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মুখে মাস্ক না পড়ার কারণে ৩৯ জনকে জরিমানা।

Link Copied!

এম এ রাজা,হবিগঞ্জ সদর প্রতিনিধি ।। করোনা মহামারীর কারণে সারাদেশে প্রায় তিন মাস যাবত চলছে লক ডাউন, এমন অবস্থায় গত ৩১শে মে থেকে বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে পরীক্ষামুলক ভাবে লকডাউন শিথিল করেন। শর্ত ছিল এমন যেন সর্ব অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা হয় এবং বাহিরে বের হলে যেন জনসাধারণ অবশ্যই মুখে মাস্ক পড়েন। কিন্তু হবিগঞ্জে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, বাহিরে বের হলে অনেকেই পড়ছেন না মুখে মাস্ক।

ছবিঃভ্রাম্যমান আদালতের অভিযান ।

অবস্থা বেগতিক দেখে আজ ২ই জুন রোজ মঙ্গলবার সার্কিট হাউজের সামনে মোবাইল কোর্টের মাধ্যমে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত পথচারী ও টমটম যাত্রীদের সামাজিক দূরত্ব না মানা ও মুখে মাস্ক না পড়ার কারণে, একশত টাকা করে ৩৯ জনকে জরিমানা করা হয় এবং প্রথম বারের মতো ওয়ার্নিং দেওয়া হয় পরবর্তীতে বাহিরে বের হলে যেন অবশ্যই মুখে মাস্ক পড়েন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। অন্যথায় জেল ও জরিমানা করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ও সদর থানার এসআই নাঈম আহমেদ, জহিরুল ইসলামসহ একদল পুলিশ। বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেন সদর থানার এসআই নাঈম আহমেদ।