বাংলাদেশর প্রথম আঞ্চলিক মুক্তিযুদ্ধ জাদুঘর হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১এপ্রিল) বিকাল ৪ টায় জাদুঘরটির পুরাতন হাসপাতাল সড়কস্থ স্টাফ কোয়ার্টার এ স্থাপিত মূল ভবনে ১১ সদস্য বিশিষ্ট সন্মানিত ট্রাস্টিবোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব অশোক মাধব রায়, হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট আসাদুল আলম, সাবেক উপ -সচিব ও মুক্তিযুদ্ধ গবেষক শেখ ফজলে এলাহী ,বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ (অবসরপ্রাপ্ত) উপাধ্যক্ষ আব্দুজ জাহের, মুক্তিযোদ্ধা নূরুল করিম দিলু ,অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ইকরামুল ওয়াদুদ,অধ্যক্ষ(অবসরপ্রাপ্ত) অধ্যাপক জাহান আরা খাতুন, সাবেক বিচারক ও আইনজীবী সুপ্রিমকোর্ট এর ব্যরিষ্টার সাইদুল আলম খান, লেখক ও গবেষক মোহাম্মদ সায়েদুর রহমান তালুকদার, হবিগঞ্জ সদর থানার ইন্সপেক্টর নাজমুল হক কামাল ও দাতা ও প্রতিষ্ঠাত আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ।
সভার শুরুতেই স্রষ্টার প্রতি শোকরিয়া আাদায় করে এই জাদুঘরটি স্থাপনের উদ্দেশ্য ট্রাস্টিগনের সামনে বিশেষভাবে তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিপ্রদর্শনের পাশাপাশি কমান্ডেন্ট মানিক চৌধুরী, এনামুল হক মোস্তফা শহীদ, এ্যাডভোকেট মোস্তফা আলী, আফসার আহমেদ, জগতে জ্যোতি দাস, সি আর দত্তসহ সকল বীর মুক্তিযোদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এডভোকেট সৈয়দ আফরোজ বখত প্রণিত ট্রাস্ট দলিলটি অত্যন্ত প্রাণবন্তভাবে পাঠ করে শুনান শিক্ষাবিদ ও সাহিত্যিক জাহান আরা খাতুন। মূল আলোচনা সভায় অংশ নেন,সাবেক সচিব অশোক মাধব রায়, শেখ ফজলে এলাহি, বীর মুক্তিযোদ্ধা ও স্থপতি নুরুল করিম দিলু।
এই আলোচনার প্রেক্ষিতে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরের আউট লাইন প্রনয়নে একটি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটিতে কেয়া চৌধুরীকে সমন্বয়ক করে দায়িত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, শেখ ফজলে এলাহী, জাহান আরা খাতুন,ও সায়দুর রহমান তালুকদার কে । হবিগঞ্জ মুক্তিযুদ্ধেরর ইতিহাসকে সঠিকভাবে তুলে আনার জন্য বিভিন্ন পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা,শহীদ পরিবার ও এই সংশ্লিষ্ট প্রকাশিত বই ও গবেষকদের সমন্বয়ে এই সাব কমিটি কাজ করবে।
সম্মানিত ট্রাস্টি জেলা প্রশাসক ও সম্মানিত ট্রাস্টি পুলিশ সুপার এর প্রতিনিধিরা হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরের সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
অশোক মাধব রায়, ইকরামুল ওয়াদুদ ব্যারিষ্টার সায়দুর রহমান প্রতিষ্ঠাতা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য। তারা বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। নিশ্চয়ই আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী যে মহত্ত্বের পরিচয় দিয়েছেন তা সবসময় অম্লান হয় রইবে।
পরে লেখক ও গবেষক ফজলে এলাহী হবিগজ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা কেয়া চৌধুরী কে ট্রাস্টের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালনে প্রস্তাব করলে তা ইকরামুল ওয়াদুদসহ সকলে সর্মথন দেন।
চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর এর ট্রাস্টিবৃন্দ আবার বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।