“বিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার” এ শ্লোগানকে ধারণ করে হবিগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ৫১তম বার্ষিকী পালন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
একইসাথে সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার ২য় কমিটি পরিচিতি অনুষ্ঠানও করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা বার লাইব্রেরীর ৩নং হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সেঁজুতি সায়মা প্রাপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র কেন্দ্রীয় উপদেষ্টা রাজেকুজ্জামান রতন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, নুরুল হুদা চৌধুরী শিবলী, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র সিলেট বিভাগীয় সংগঠক বিশ্বজিৎ নন্দী, বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সদস্য জান্নাতুল ফেরদৌস তানিয়া, শাহ নোরিন জাহান, হুছনে জাহান জ্যোতি, নিকিতা ইয়াসমিন, চয়ন চন্দ্র দাস, শহীদুল ইসলাম লামিম, ইউসুফ আলী প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ বানিয়াচং উপজেলার সংগঠক শাহরিয়ার খান নাফিজসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় আলিফ রায়হানকে সভাপতি এবং নোরিন জাহানকে সাধারণ সম্পাদক করে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার ২য় কমিটি পরিচিতি করিয়ে দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট জুনায়েদ আহমদ।