হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মুক্তিযুদ্ধের গল্প শুনেছে শতাধিক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১নভেম্বর) সকালে হবিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা’র আয়োজন করে জেলা তথ্য অফিস।
হবিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রোকেয়া খানম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) মোহাম্মদ নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ সহকারি পরিচালক দেবানন্দ সিনহা, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার প্রদীপ দাশ সাগর প্রমুখ।

ছবি : মুক্তিযুদ্ধের গল্প শুনাচ্ছেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ (অবঃ) বীরমুক্তিযুদ্ধা মুহাম্মদ আবদুজ জাহের
শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের গল্প শুনান হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযুদ্ধা মুহাম্মদ আবদুজ জাহের। এ সময় স্কুলের অন্তত শতাধিক শিক্ষার্থী মুক্তিযুদ্ধের গল্প শুনেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।