হবিগঞ্জ প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ ( সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি । এ সময় তিনি নিম্ন আয়ের মানুষের হাতে মাস্ক তুলে দেন।

ছবিঃ এক দিনমজুরকে মাস্ক পড়িয়ে দিচ্ছেন হবিগঞ্জ সদরের জনাব আবু জাহির এমপি।
বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল থেকে সদর উপজেলার পইল, লস্করপুর ও গোপায়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে মানুষদের সতর্ক করেন তিনি। এ সময় তিনি হ্যান্ড মাইকে রাস্তায় সব শ্রেণী পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন।