এমএ রাজাঃ করোনাকালীন সময়ে কিছু অসাধু ব্যবসায়ীরা মেতে উঠেছেন মানুষকে ঠকানোর ধান্দায়। অন্যদিকে প্রশাসন ও সজাগ দৃষ্টিতে, সোমবার (১৩ই জুলাই) হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস এলাকায় মেসার্স মা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে এবং অতিরিক্ত বেবি ফুড সংরক্ষণের কারণে ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মাস্ক পরিধান না করা ও সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যক্তিকে ২শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।