হবিগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Link Copied!

সদর প্রতিনিধি :  হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামের দারুচছুননাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনির হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।  এ ব্যাপারে গত ৩ জুন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগপত্রে ওই গ্রামের মেম্বার আবু তাহের, অ্যাডভোকেট কায়সার আহমেদ শামীম ও তোফায়েল আহমেদসহ অর্ধশতাধিক লোক স্বাক্ষর করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়- দীর্ঘদিন ধরে চানপুর দারুচছুননাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনির হোসেন কিছু অসাধু লোকজন নিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেছেন। শুধু তাই নয় তার স্ত্রী রাশিদা আক্তারসহ বিভিন্ন আত্মীয়-স্বজনদেরকে ওই মাদ্রাসায় নিয়োগ প্রদান করেন। বিনিময়ে তিনি বিভিন্ন লোকদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ১৯৯৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোন হিসাব তিনি সঠিকভাবে দিতে পারেননি। এছাড়া কমিটি গঠনের ক্ষেত্রে তিনি নিজের ইচ্ছে মতো সদস্য বাতিল ও সংযোজন করে থাকেন।

এদিকে, মাদ্রাসা সুপারের এমন কর্মকাণ্ডে স্থানীয়রা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

এ ব্যাপারে মাদ্রাসা সুপার মনির হোসেন বিষয়টি অস্বীকার করে দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন- ‘ইউপি সদস্য আবু তাহের চাকরি চাচ্ছেন। তাকে চাকরি না দেয়ায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।