হবিগঞ্জ পৌর এলাকার যশোর আব্দা এলাকা থেকে মাদক ক্রয় বিক্রি ও সেবন সময় ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হল শহরের আনোয়ারপুর (পশ্চিম হাটি) এলাকার বাসিন্দা মৃত রহমত আলীর ছেলে মোঃ জাহির মিয়া (২৪), যশের আব্দা এলাকার বাসিন্দা মৃত জিতেন্দ্র চন্দ্র দাসের ছেলে বিপুল দাশ (৩৫), নয়াহাটি এলাকার বাসিন্দা মানিক সরকারের ছেলে মিন্টু সরকার (৪৬) ও যশের আবদা বাসিন্দা মৃত নিতাই রায়ের ছেলে বাবুল রায় (৫৫)।
গত ৩১ মে রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ০২নং ওয়ার্ডের যশের আব্দা এলাকার বাসিন্দা বাবুল রায়ের ৩ তলা বিশিষ্ট বিল্ডিং বাসার ৩য় তলায় মাদক সেবন এবং ক্রয় বিক্রয় করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশের দাবী এসময় সাক্ষীগনের সম্মূখে গ্রেফতারকৃত আসামিদের নিকট নীল রংয়ের জিপার পলিপ্যাকের অভ্যন্তরে রক্ষিত ১৪৩ পিস ইয়াবাট ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ফুয়েল পেপারের টুকরা এবং ইয়াবা বিক্রির নগদ ১২০০০টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাসার মালিক মালিক বাবুল রায়ের কাছ থেকে উক্ত ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তার সহযোগীতায় ওই বাসায় মাদক সেবনের আসর বসিয়েছিল তারা।
এছাড়া পুলিশ আরো জানায়, আসামি বাবুল রায় একজন মাদক ব্যবসায়ী ও কুখ্যাত জুয়াড়ি হিসেবে পরিচিত। আসামীদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানের অংশগ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ এর এসআই মোহাম্মদ আলমগীর, এসআই সত্যজিত চক্রবর্তী সহ অন্যান্য ডিবি পুলিশ সদস্য।