মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএমসির অভিযানে এক মোঃ কিতাব আলী (৬০) কে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে শহরের উমেদনগর এলাকা থেকে গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।সে উমেদনগর মড়লহাটি এলাকার বাসিন্দা মৃত মোঃ বাদশা মিয়ার ছেলে। সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৭ (সাত) দিনের কারাদণ্ড ও ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।