হবিগঞ্জ শহরে মাছুলিয়া খোয়াই নদীর বাঁধ থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২ জুলাই) সকাল ৭টার সময় অজ্ঞাত এক পুরুষের মাথাবিহীন লাশ নদীর বাঁধে দেখতে পায় স্থানীয়রা।
পরে আশেপাশের উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাস্থলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত ব্যক্তির নাম কদর আলী (৪৫)খোয়াই নদীর চরে মাটি কাটার কাজ করতো বলে দাবি করেছেন তার স্বজনরা।
কদর আলী পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের বাসিন্দা মঙ্গল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
তবে নিহত ব্যক্তি মাথা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।