রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জে আজানরত অবস্থায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন মাওলানা মহি উদ্দিন (৪৫) নামে এক মসজিদের ইমাম। রবিবার (৮ মার্চ) ফজরের নামাজের সময় সদর উপজেলার ধল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত ইমাম জানান,ঘুম থেকে উঠে ওযু করার পর ফজরের নামাজের আজান দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম । এমন সময় পেছন থেকে এক যুবক ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে দৌড়ে পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। তবে কি কারণে তার উপর হামলা চালিয়েছে যুবক এই বিষয়ে তিনি কোনো কিছু বলতে পারেননি।
সকালে মুসল্লিরা হামলাকারী যুবককে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করেন।ওই যুবকের নাম মিন্নত আলী।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন, এ ঘটনায় সাথে জড়িতএক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।