তারেক হাবিব: হবিগঞ্জে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই জেলাবাসী। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত রবিবার (১আগস্ট) রাত ৯টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা আক্রান্ত ৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে হবিগঞ্জ জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন।
এদিকে জেলার একমাত্র চিকিৎসাসেবার শেষ আশ্রয়স্থল ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে এখনও নেই পর্যাপ্ত অক্সিজেন। প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে সংশ্লিষ্ঠ বাড়ছে মৃত্যুর মিছিল। অনেকেই অক্সিজেনের অভাবে ছুটা-ছুটি করছেন এদিক-ওদিক, আবার কেউ খোঁজ নিচ্ছেন অনলাইনে। অতীতের রেকর্ড ভেঙ্গে গতকাল রবিবার (১জুলাই) একদিনেই করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৪ জনের। এর মাঝে ৩ জন পজিটিভ এবং একজনের ছিল করোনা উপসর্গ।

ছবি : করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে হাসপাতারের মেঝেতে ।
এরা হলেন, করোনা পজিটিভ নিয়ে ভর্তি হওয়া লাখাই উপজেলার নাজিম উদ্দিন (৪৫), চুনারুঘাট উপজেলার আলিফ চান (৭০) এবং বানিয়াচং উপজেলার জহুরা খাতুনের (৪৫) ও গত রাতে সর্বশেষ মৃত পুরুষ এক ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আহাদ মিয়া নামে আরও একব্যক্তি চিকিৎসা চলাকালে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে গত তিন দিনে হবিগঞ্জ সদর হাসপাতালে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১১ এ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হবিগঞ্জে ৭’শ ৯২টি নমুনা পরিক্ষার বিপরীতে ৩’শ ৪৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলায় সনাক্তের হার ৪৩ দশমিক ৯৪। এ নিয়ে জেলায় মোট সনাক্তের হল ৪ হাজার ৮’শ ৪৩জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫’শ জন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ২০২০ সালের ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়। পরে প্রথন করোনা রোগীর মৃত্যু হয় ২৬শে এপ্রিল। করোনা আক্রান্ত মৃত ব্যক্তির চুনারুঘাট উপজেলার চন্দ্রীচড়া চা বাগানের শিশু আবাস অন্তবায় (৫)।
এদিকে, সারা দেশের সাথে পাল্লা দিয়ে মহামারি করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক হারে বাড়লেও হবিগঞ্জ সদর হাসপাতালে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। উপসর্গ নিয়ে নমুনা দিতে মানুষজন ভিড় করছেন হবিগঞ্জ সদর হাসপাতালে। বহিঃবিভাগে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। করোনা আক্রান্ত রোগী, সাধারণ রোগী, চিকিৎসক, হাসপাতালের কর্মচারী, পরিবহন চালক আর ওষুধ কোম্পানির লোকজনের অবাধ যাতায়াত ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালে।
কিন্ত হাসপাতালে প্রবেশে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা! তাই ধারণা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে এসেও চারপাশের মানুষ আক্রান্ত হচ্ছেন নিয়মিত। দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্তের পর সরকারিভাবে সব সরকারি ভবনের প্রবেশমুখে সুরক্ষা টানেল, হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ডওয়াশ, সাবান, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছিল।
বর্তমানে এসব দপ্তর থেকে উধাও হয়ে গেছে এসব সরঞ্জামাদি। সরজমিন ঘুরে দেখা গেছে, হবিগঞ্জ সদর হাসপাতালের গেটের সামনে বসানো বেসিনে নেই পানির ব্যবস্থা ও সুরক্ষা টানেল আছে ঠিকই তবে সেটা কাজ করছে না।
এছাড়া বিভিন্ন অফিস, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভবন, পুলিশ ফাঁড়ি, বিদ্যুৎ ও গ্যাস অফিস, ব্যাংক-বীমা, কমিউনিটি ক্লিনিক, বেসরকারি হাসপাতালের অকেজোঁ হয়ে রয়েছে এসব সুরক্ষা সরঞ্জাম।
তাই এসব জায়গায় সেবা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে তাদের। চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে।