হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 25 July 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) শায়েস্তানগর ও উমেদনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শায়েস্তানগর ও উমেদনগর এলাকায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৩২(১) এর অপরাধে ৪৮ ধারায় – মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে ২০০০টাকা, মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ৫০০০টাকা, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ২০০০টাকা, আউলিয়া ট্রেডার্সকে ২০০০টাকা এবং অগ্রদূত ফিলিং ষ্টেশনকে ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় ১০০০০টাকা জরিমানা করা হয়।

এই ভ্রাম্যমাণ আতালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

এসময় প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই-এর উর্ধতন পরিদর্শক মাসুদ রানা। এএস আই আবু হানিফ-এর নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেছে।