হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সদর উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় হবিগঞ্জের শ্মশানঘাট এলাকার মেসার্স রেজা স.মিল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।