হবিগঞ্জে ভ্যাকসিন নিতে আগ্রহ বেড়েছে পুরুষদের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 January 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভ্যাকসিন নিতে আগ্রহ বেড়েছে পুরুষদের

Link Copied!

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বাড়ছে করোনা ভ্যাকসিন ফাইজারের চাহিদা। এবার সেই ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বেড়েছে। কিছুদিন পূর্বেও করোনার টিকা নেওয়ার বিষয়ে এ জেলার মানুষের উদাসীনতা ছিল। ছিল টিকা গ্রহণে ভীতিও।

কিন্তু গত কয়েক দিনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে করোনার ভীতি তৈরি হয়েছে। তাই করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধনকারীর সংখ্যাও বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে ৬০ শতাংশই পুরুষ ।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে সরেজমিনে হবিগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চত্বরে দেখা যায়, নিবন্ধন কার্ড হাতে দীর্ঘ লাইনে পুরুষদের অপেক্ষা। ভ্যাকসিন নিতে পৃথক লাইনে দাঁড়িয়ে আছেন নারী-পুরুষ। তাঁরা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে অনুযোগ জানান। নারী বুথে অপেক্ষমাণ থাকলেও পুরুষ বুথে তিল পরিমাণ জায়গা ছিলনা ।

এ সময় হবিগঞ্জ সদরের বাসিন্দা রহমান বলেন, ‘আগে ভয় লাগত। তবে পরে যখন করোনার ভ্যাকসিন নিতে সাহস করলাম, তখন ভ্যাকসিন শেষ। এবার চালু হতেই দ্রুত নিবন্ধন করেছি।’ তিনি বলেন, দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। সিরিয়াল পাননি। যে যাঁর মতো আসছেন, টিকা নিচ্ছেন। কোনো শৃঙ্খলা নেই ।

স্বামীর সঙ্গে টিকা নিতে এসে বহুলা এলাকার এক গৃহবধূ তিনি বলেন, ‘আগে তো গায়ে লাগাইনি। এই কয় দিনে দেখলাম অনেকেই টিকা নিয়েছেন, তাঁদের কোনো সমস্যা হয়নি। এখন ভয় কেটে গেছে। তাঁরা যেহেতু টিকা নিয়ে ভালো আছেন, আমরা কেন বাদ যাব।

তাই স্বামীসহ নিবন্ধন করেছি। সবার হাতে টিকা নিবন্ধনের কার্ড। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে ঢুকে পড়েছেন টিকার বুথে।

টিকা কেন্দ্রে দায়িত্বে থাকা নার্স বলেন, চীনের টিকা আসার পরে মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। তবে ফাইজার ডোজ আসার পর থেকে ১ম ডোজ নিতে লম্বা হচ্ছে পুরুষদের লাইন।

দুটি বুথে টিকাদান কার্যক্রম চলছে। টিকা গ্রহণে নারী এবং পুরুষ উভয়ের আগ্রহই বেশি দেখা যাচ্ছে। তবে তুলনামুলকভাবে পুরুষদেরই বেশি।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। দূরত্ব মেনে লাইনে দাঁড়ানোর কথা বললে অনেক সময় মানুষ কথা শুনতে চান না বলে জানান তিনি।